Logo
নোটিশ ::
Wellcome to our website...

দুঃস্থ মানুষদের ঈদ সামগ্রী দিলেন ‘‘হৃদয়ে সুসঙ্গ দুর্গাপুর’’ সংগঠন

রিপোর্টারের নাম / ২২৩ বার
আপডেট সময় :: বৃহস্পতিবার, ১৩ মে, ২০২১, ৫:৩১ পূর্বাহ্ন

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : ‘‘মানুষ মানুষের জন্য – জীবন জীবনের জন্য’’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে নিরাপদ দুরত্ব বজায় রেখে দুঃস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে স্থানীয় সংগঠন “হৃদয়ে সুসঙ্গ দুর্গাপুর”। বৃহস্পতিবার দুপুরে এ সামগ্রী বিতরণ করা হয়।

এ উপলক্ষে বিরিশিরিতে সংগনের নিজস্ব কার্যালয় মাঠে প্রায় অর্ধশত দুঃস্থ নারী ও পুরুষের মাঝে এসব সামগ্রী বিতরণ করেন সংগঠন নেতৃবৃন্দ। বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল চাল, তেল, সেমাই, চিনি, গুড়োদুধ সহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী। এ সময় অন্যদের মধ্যে মোঃ রুকনুজ্জামান সুমন, মোশারফ হোসেন, মোঃ হাবিবুল্লাহ, মামুন রণবীর, আল আমীন খান,আলমগীর হোসেন, মোঃ এনামুল হক সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।

সংগঠনের সভাপতি কবি আল আমীন কবির বলেন, আমরা প্রকৃত অর্থে একটি মানবিক সংগঠন হয়ে ওঠার চেস্টা করছি। এবারের ঈদে সাধ্যমতো অসহায়, গরীব ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়াতে চেষ্টা করেছি। ঈদ উৎসবে তাদের কষ্ট যেন কিছুটা হলেও লাঘব হয় সেটাই আমাদের সংগঠনের প্রত্যাশা। আমাদের এ ধরনের সহায়তা ঈদ ছাড়াও অন্যান্য সময়ের জন্যও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর

Theme Created By ThemesDealer.Com