দিগন্ত ডেক্স : দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় পুলিশ অভিযান চালিয়ে সজিব রানা (২২) নামে যুবককে আটক করেছে। এসময় তার কাছ থেকে একটি পিস্তল, শ্যুটার গান, ম্যাগজিন ও গুলি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুর ১২টায় পুলিশ সুপার কার্যালয়ের এক প্রেস ব্রিফিংয়ে এতথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) মোমিনুল করিম।
এর আগে বুধবার রাত ৯টায় পার্বতীপুর থানা পুলিশ মোস্তফাপুর ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক সজিব একই উপজেলার দৌলতপুর গ্রামের আমিনুল হকের ছেলে। প্রেস ব্রিফিংয়ে মোমিনুল করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পার্বতীপুর মডেল থানা পুলিশের একটি টহলদল রামচন্দ্রপুর এলাকায় জনৈক মতিনের লিচু বাগানে অভিযান চালায়।
এসময় সজিবকে আটক করে তার মোটরসাইকেলে থাকা একটি শপিংব্যাগ তল্লাশী করে ১টি ৯এমএম পিস্তল, ১টি ম্যাগাজিন, ১টি লোহার তৈরি দেশীয় শুটার গান ও ১ রাউন্ড গুলি জব্দ করে। তিনি আরও জানান, আটক সজিবের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া সজিবের সাথে কেউ জড়িত আছে কি না তা তদন্ত করা হচ্ছে।