দিগন্ত ডেক্স : দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামে বলিষ্ঠ নেতৃত্ব দানকারী ঐতিহ্যবাহী ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা ছাত্রলীগ। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন। এর পর পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ৪ জানুয়ারী সোমবার সকাল ১০টায় সেতাবগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পুনর্মিলনী ও আলোচনা সভার আয়োজন করে বোচাগঞ্জ উপজেলা ছাত্রলীগ।
পুনর্মিলনী ও আলোচনা সভায় বোচাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. দেলোয়ার হোসেন বিপুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. এমদাদুল ইসলাম ইশানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবু সৈয়দ হোসেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাবেক ছাত্র নেতা ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আফছার আলী।এছাড়াও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সেতাবগঞ্জ পৌর সভার মেয়র আব্দুস সবুর, পৌর ছাত্রলীগের আহবায়ক বিধান চক্রবর্তি শুভ, যুগ্ন আহবায়ক মো. রুবেল সহ ৬টি ইউনিয়নের ছাত্রলীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।