দিগন্ত ডেক্স : চৈত্রের খরতাপে বোরো ক্ষেত ফেটে চৌচির। বৃষ্টির দেখা নেই, কৃষকের চোখে-মুখে দুশ্চিন্তা। এমন সময় যৌবন ফিরে পেয়েছে তিস্তা নদী। উজানের টানে নদীর পানি প্রবেশ করছে বোরো ক্ষেতে। এতে হাসি ফুটেছে কৃষকের মুখে, জেলেদেরও সোনায় সোহাগা।
সরেজমিনে দেখা গেছে, তিস্তা নদীর পানি ব্যারাজ অতিক্রম করে চলে যাচ্ছে ভাটির দিকে। সেচ ক্যানেলগুলো টইটম্বুর হতে শুরু করেছে। ভরা তিস্তায় মাছ ধরায় মেতে উঠেছেন জেলেরা। তিনদিন ধরে তিস্তার বুকে পানি প্রবাহ বেড়ে যাওয়ায় মাছও পাওয়া যাচ্ছে প্রচুর। ক্যানেলগুলো ভরা থাকায় চলতি বোরো মৌসুমে তিস্তা ব্যারাজ কমান্ড এলাকার লালমনিরহাট, নীলফামারী, রংপুর, দিনাজপুরের ১২টি উপজেলায় ৬৫ হাজার ৮০০ হেক্টর জমিতে সেচ চলমান।
তিস্তা ব্যারাজের পানি পরিমাপক অফিস বলছে, তিনদিনে উজানের ঢলে তিস্তায় প্রায় ১৮ হাজার কিউসেকের মতো পানি প্রবাহিত হচ্ছে। এর আগে, পানি প্রবাহ ছিল মাত্র এক হাজার ৪০০ কিউসেক।
সূত্র জানায়, গত বৃহস্পতিবার তিস্তার পানিপ্রবাহ ছিল ৪৯ দশমিক ৭০ মিটার। পরদিন ১০০ সেন্টিমিটার বেড়ে দাঁড়ায় ৫০ দশমিক ৭০ মিটারে। দুইদিন আগে ৬৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে পানি প্রবাহ দাঁড়ায় ৫১ দশমিক ৩৫ মিটারে। পাশাপাশি উজানের ঢল অব্যাহত থাকায় প্রাণ ফিরে পেয়েছে শুকিয়ে যাওয়া নদী।
তিস্তাপাড়ের পূর্ব ছাতনাই গ্রামের শাহ আলী বলেন, তিস্তা নদী থেকে হঠাৎ স্রোতের শব্দ শুনতে পাই। ছুটে গিয়ে দেখি উজান থেকে প্রচণ্ড বেগে পানি আসছে। এতে আমাদের অনেক উপকার হচ্ছে। পানি না থাকায় জমিতে সেচ দেয়া যাচ্ছিল না।