নিজস্ব প্রতিবেদক : সুনামগঞ্জের তাহিরপুর কয়লা আমদানী কারক গ্রপের বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার বিকেলে উপজেলার টেকেরঘাট শহীদ সিরাজ লেক এলাকায় গ্রুপ সদস্যদের অংশ গ্রহনে এ সভা অনুষ্ঠিত হয়।
তাহিরপুর কয়লা আমদানী কারক গ্রুপ সভাপতি হাজি আলকাছ উদ্দিন খন্দকারের সভাপতিত্বে সভায় (২০২০-২০২১ ) বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন গ্রুপ সাধারন সম্পাদক হাজি মোশারফ হোসেন তালুকদার,(২০২১-২০২২) বার্ষিক বাজেট উপস্থাপন করেন যুগ্ন সম্পাদক নিজাম উদ্দিন, বিগত (২০১৮-২০১৯ ও ২০১৯-২০২০) দ্বি-বার্ষিক হিসাব উপস্থাপন করেন অর্থ সম্পাদক জাহের আলী।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,সুনামগঞ্জ-১ আসসের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন এমপি। গ্রপ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আবুল খায়ের ও সচিব রাজেশ তালুকদারের যৌথ সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,সুনামগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহবুব আলম, থানার ওসি মো. আব্দুল লতিফ তরফদার,ভাইস চেয়ারম্যান রিয়াজ উদ্দিন খন্দকার লিটন,মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম,সাবেক ইউপি চেয়ারসম্যান জালাল উদ্দিন, আমির উদ্দিন,উপজেলা আওয়ামী লীগ সাবেক সভাপতি আলহাজ¦ আব্দুস ছোবাহান আখঞ্জি,সাধারন সম্পাদক অমল কান্তি কর , গ্রুপ সদস্য স্বপন কুমার দাস প্রমুখ।