দিগন্ত নিউজ সিলেট ডেক্স : ভারতীয় চোরাই ঘোড়ার চালানসহ বিপুল পরিমাণ চোরাই পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১৩ নভেম্বর) সন্ধায় জব্দ তালিকা শেষে এসব চোরাচালানী পণ্যসামগ্রী সুনামগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় ও কাষ্টমস শুল্ক কার্যালয়ে জমা দেয়া হয়।,
২৮-গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি) সুনামগঞ্জের অধিনায়ক লে, কর্ণেল মো. মাকসদুল আলম জানান, জেলার তাহিরপুরের চারাগাঁও বিওপির টহলদল বুধবার সকালে সীমান্তগ্রাম লালঘাট হতে বিনাসুল্কে ভারত থেকে নিয়ে আসা ১২০০’শ কেজি কয়লাসহ ০১টি বারকী নৌকা আটক করে।
তাহিরপুরের লাউরগড় বিওপির টহলদল অপর এক অভিযানে সীমান্তনদী জাদুকাঁটার নৌপথে এপারে নিয়ে আসার পথে ০৫টি চোরাই গরু আটক করে। এছাড়া তাহিরপুরের চাঁনপুর বিওপির বিজিবি টহল দল নয়াছড়া হতে ০২টি ভারতীয় ঘোড়া আটক করে। জেলার দোয়ারা বাজারের বাগানবাড়ি বিওপির বিজিবি টহলদল বাগানবাড়ি এলাকা হতে ২১,০০০ হাজার শলাকা আমদানি নিষিদ্ধ ভারতীয় শেখ নাসির বিড়ি আটক করে। আটককৃত এসব কয়লা. বিড়ি ও গরুর জব্দ মুল্য প্রায় পৌনে চার লাখ টাকা।