দিগন্ত ডেক্স : ‘‘মানুষ মানুষের জন্য – জীবন জীবনের জন্য’’ এই প্রতিপাদ্যে আজাদ ফাউন্ডেশনের উদ্যোগে হাওর সীমান্ত জনপদে থাকা ভিক্ষুক ও সুবিধাবঞ্চিত পরিবারের দুই শতাধিক লোকজনের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, যুগান্তর স্বজন সমাবেশ তাহিরপুর শাখার মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক মনোয়ারা বেগম, মোছা. শামসুন্নাহার বেগম, যুগান্তরের তাহিরপুরের স্টাফ রিপোর্টার হাবিব সরোয়ার আজাদ, রোমানা আক্তার, শিহাব সরোয়ার শিপু, তাসনিন সরোয়ার আনিকা প্রমুখ।
বিতরণ পুর্ব আলোচনায় বক্তারা, শীতকালীন এই সময়ে নিজ নিজ অবস্থান থেকে সুবিধাবঞ্চিত পরিবারের পাশে যার যা সামর্থ আছে তা নিয়ে দাঁড়াতে সকলকে আহবান জানান।