দিগন্ত ডেক্স : পাঁচ হাজার কেজি চোরাই কয়লার চালান আটক করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)। ২৮-বর্ডার গার্ড ব্যাটালিয়ন সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তের টেকেরঘাট কোম্পানী হেডকোয়ার্টারের বিজিবি টহলদল ওই চালানটি আটক করেন।
ব্যাটলিয় অধিনায়ক লে. কর্ণেল মো. মাকসুদুল আলম শুক্রবার দুপুরে এ তথ্য নিশ্চিত করে তিনি বলেন, একদল সংঘবদ্ধ চোরাকারবারী বিজিবির নজর এড়িয়ে ভারত হতে রাতের আঁধারে বিনাশুল্কে একটি কয়লার চালান নিয়ে তাহিরপুর সীমান্তের বড়ছড়া শুল্ক ষ্টেশনে থাকা আমদানিকারক প্রতিষ্ঠানের ডিপোর পাশ্বে মজুদ করে রাখে। এরপর বিজিবির নিজস্ব গোয়েন্দা সুত্রে প্রাপ্ত তথ্যের ভিওিত্বে বিজিবি টেকেরঘাট কোম্পানীর সদর দপ্তরের কোম্পানী কমান্ডার সুবেদার দেলোয়ার হোসেনের নেতৃত্বে শুক্রবার সকালে বিজিবি টহল দল অবৈধ চোরাই কয়লার চালানটি জব্দ করেন। ,