নেত্রকোনা প্রতিনিধি : জলবায়ূ পরিবর্তন রোধে জনসচেতনতায় মিডিয়ার ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে নেত্রকোনা শহরের স্থানীয় জেলা প্রেস ক্লাব মিলনায়তনে।
রোববার দুপুরে বেসরকারী সংস্থা আইইডি’র স্থানীয় সংগঠন জনউদ্যোগ’র আয়োজনে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু এমপি।
জনউদ্যোগ’র সিনিয়র সদস্য মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরীর সভাপতিত্বে ও সংগঠনটির ফেলো শ্যামলেন্দু পালের সঞ্চালনায় ওই সভা বিষয়ক মূল প্রবন্ধ পাঠ করেন সাংবাদিক মহসিন মিয়া। সভায় বক্তব্য দেন নেত্রকোনা পৌর মেয়র নজরুল ইসলাম খান, নেত্রকোনা মহিলা পরিষদের সম্পাদক তাহেজা এ্যানি, উদীচী সভাপতি মোস্তাফিজুর রহমান, সাংবাদিক এম ফকরুল হক, আনিসুর রহমান, নারী প্রগতির ব্যাবস্থাপক মৃণাল কান্তি চক্রবর্তী প্রমূখ।