দুর্গাপুর(নেত্রকোণা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে সামাজিক দূরত্ব বজায় রেখে সাদা বৃত্তের মাঝে দাঁড়িয়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্য কেনাকাটা করতে বিভিন্ন দোকানের সামনে সাদা চিহ্ন এঁকে দিচ্ছেন দুর্গাপুর পুলিশ বাহিনী। সোমবার দিনব্যাপি পৌরশহরের বিভিন্ন দোকানের সামনে এই সাদা চিহ্ন আঁকা হয়।
ওসি মিজানুর রহমান বলেন, করোনাভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রেখে নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকানের সামনে সাদা চিহ্নের মাঝে দাঁড়িয়ে কেনাকাটা করার জন্য সচেতনতামুলক এই উদ্যেগ গ্রহন করি। পৌর শহরের কাঁচা বাজার, চাল মহাল, ওষুধের দোকানের সামনে সাদা চিহ্ন আঁকার মাধ্যমে এ প্রচারনা চালানো হয়। এছাড়া ইতোপুর্বে দুর্গাপুর পুলিশের উদ্দ্যেগে লিফলেট ও মাক্স বিতরণ করা হয়েছে।
এ সময় দুর্গাপুর সার্কেল এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহমুদা শারমিন নেলী, অফিসার ইনচার্জ মিজানুর রহমান সহ দুর্গাপুর থানার অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।