দিগন্ত ডেক্স : করোনা মহামারি প্রতিরোধে চীন থেকে ২০ লাখ সিনোফার্মের টিকা আসছে দেশে। আগামী সপ্তাহ নাগাদ এই টিকা ঢাকা পৌঁছানোর কথা। আজ বুধবার (৩০ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকার চীনা দূতাবাস সূত্রে এসব তথ্য জানা গেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, সিনোফার্ম থেকে বাণিজ্যিকভাবে কেনা টিকা আনার জন্য বেইজিং যাবে বিমান। আগামী সপ্তাহেই চীন থেকে টিকা ঢাকায় আসবে। এ নিয়ে আলোচনা চলছে।
ঢাকায় চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান ফেসবুকে এক পোস্টে লেখেন— চীনের সিনোফার্ম থেকে বাণিজ্যিক ভিত্তিতে বাংলাদেশ সরকারের কেনা প্রথম চালানের ২ মিলিয়ন (২০ লাখ) টিকা বেইজিংয়ে সরবরাহের জন্য প্রস্তুত করা হয়েছে। করোনা মহামারির দ্বিতীয় ঢেউ সামাল দিতে চীন বাংলাদেশি বন্ধুদের পাশে দাঁড়িয়েছে।
অপরদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, সিনোফার্ম থেকে বাণিজ্যিকভাবে কেনা টিকা আনার জন্য বেইজিং যাবে বিমান। এর আগে গত ১২ মে চীন প্রথম দফায় ৫ লাখ টিকা উপহার দেয়। আর ১৩ জুন উপহার দেয় ৬ লাখ টিকা। দুই দফায় বাংলাদেশকে ১১ লাখ টিকা উপহার দেয় চীন। বাংলাদেশ ও বিশ্বস্বাস্থ্য সংস্থা প্রথমে সিনোফার্মের টিকা অনুমোদন দিয়েছিল। এরপর চীনা টিকা সিনোভ্যাক জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দেওয়া হয়।