Muslim children of Rautahat's Islamic community attend the morning prayers of Eid al-Fitr holiday, which marks the end of the Muslim fasting month of Ramadan, in a mosque in Rautahat, on July 7, 2016. Photo: Prabhat Kumar Jha
শরীফ আহমেদ, চাঁদপুর থেকে: সৌদি আরবের সাথে মিল রেখে আজ বৃহস্পতিবার (১৩ মে) চাঁদপুরের পাঁচ উপজেলার ৪০টি গ্রামে উৎসব মুখর পরিবেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর।
মুসল্লিরা দলে দলে ঈদগাহ ময়দানে ছুটে এসে ঈদের নামাজ আদায় করে। হাজীগঞ্জ উপজেলার সাদ্রা হামিদীয়া ফাজিল মাদ্রাসা মাঠে সকাল পৌঁনে ৯ টায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়।
এছাড়া ফরিদগঞ্জ,হাজীগঞ্জ,মতলব ,কচুয়া ও শাহরাস্তিসহ ৫ উপজেলার প্রায় ৪০ টি গ্রামে আজ আগাম ঈদ উদযাপিত হচ্ছে। নামাজ শেষে দেশের শান্তি কামনায় মুনাজাত পালন করা হয়। ১৯২৯ খৃীষ্টাব্দে দেশে আগাম ঈদের প্রচলন করেন সাদ্রা দরবার শরীফের তৎকালিন পীর মরহুম ইসহাক চৌধুরী।