দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নে এলপি গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় পন্যের মুল্যবৃদ্ধি ও দুর্গাপুর-কলমাকান্দা রাস্তার কাজ দ্রæত সম্পন্নের দাবীতে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে চন্ডিগড় ইউনিয়ন পরিষদের সামনে সর্বস্তরের অংশগ্রহনে ঘন্টাব্যাপি এ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি (সিপিবি) দুর্গাপুর উপজেলা কমিটির আয়োজনে বিভিন্ন ইউনিয়নের নেতা কর্মীদের অংশগ্রহনে ছাত্রনেতা সাহান আলী‘র সঞ্চালনায় উক্ত বিষয় নিয়ে অন্যদের মধ্যে আলোচনা করেন, সিপিবি উপজেলা কমিটির সভাপতি কমরেড আলকাছ উদ্দিন মীর, সাধারন সম্পাদক কমরেড রুপন কুমার সরকার, যুগ্ন-সম্পাদক মোরশেদ আলম, কমরেড ফরহাদ ইকবাল, ক্ষেতমজুর নেতা আব্দুর রউফ, রহম আলী, ফেরদৌস ওয়াহিদ জীবন, উপজেলা যুব ইউনিয়ন সভাপতি নজরুল ইসলাম প্রমুখ।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, দেশে প্রচুর মানুষ কর্মহীন হয়ে পড়েছে, নতুন কোন কর্মসংস্থানের সৃষ্টি না হওয়ায় দেশে এখন দারিদ্রতার হার বেড়েছে। এরই মধ্যে নিত্য প্রয়োজনীয় পন্যের দাম লাগামহীন ভাবে বৃদ্ধি পাওয়ায় খেটে খাওয়া মানুষগুলো এখন না খেয়ে মরার উপক্রম হয়েছে। এছাড়া দুর্গাপুর-কলমাকান্দা উপজেলায় যোগাযোগের একমাত্র রাস্তাটি দীর্ঘদিন ধরে কাজ না করায় প্রায় অংশই ব্যবহারের অনুপযোগি হয়ে পড়েছে। এই কাজ দ্রæত সম্পন্ন করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়।