দিগন্ত ডেক্স : ময়মনসিংহের গৌরীপুরে স্বামী’র দায়ের কুপে স্ত্রী ললিতা বেগম (৪০) নামে এক গৃহবধুর খুন হয়েছেন। এ ঘটনায় মো. রফিকুল ইসলাম রফিক কে (৫০) আটক করেছে পুলিশ। নিহত ললিতা বেগম নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার মো. নায়ের আলী ফকিরের মেয়ে। আটককৃত মো. রফিকুল ইসলাম উপজেলার মাওহা ইউনিয়নের বীর আহাম্মদপুর গ্রামের আবুল তালুকদা’র ছেলে। তাদের ঘরে ৪ টি কন্যা সন্তান রয়েছে। এর মধ্যে একজন বিবাহিত।
আজ বুধবার (২৯ সেপ্টেম্বর) ভোরে উপজেলার মাওহা ইউনিয়নের বীর আহাম্মদপুর গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকী। তিনি বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর মো. রফিকুল ইসলাম রফিককে আটক করা হয়েছে।