দিগন্ত নিউজ ডেক্স : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩১ ব্যাটালিয়নের জোয়ানরা মঙ্গলবার দুপুরে দুর্গাপুর উপজেলার সীমান্ত ধোবাউড়ার গোবরচনা নামক স্থান থেকে বাংলাদেশে পাঁচার কালে ৫৭টি ভারতীয় গরু আটক করেছে।
বিজিবি ৩১ ব্যাটালিয়ন, নেত্রকোনার উপ-অধিনায়ক মেজর নুরুদ্দীন মাকসুদ এক প্রেস বিজ্ঞপ্তি মারফত জানান, ধোবাউড়ার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের চারুয়াপাড়া বিওপির সুবেদার মোঃ শাহ্ আলমের নেতৃত্বে বিজিবি একটি টহল দল মঙ্গলবার দুপুরে সীমান্ত এলাকায় টহল দিচ্ছিল। বেলা আনুমানিক ২টার দিকে ভারতীয় সীমান্ত ১১৪২ নং মেইন পিলার হতে ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে গোবরচনা নামক এলাকা দিয়ে গরু পাঁচার কালে বিজিবির জোয়ানরা ৫৭টি ভারতীয় গরু আটক করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে গরু পাঁচারকারীরা পালিয়ে যায়। ৫৭টি ভারতীয় গরুর আনুমানিক মূল্য ১৭ লাখ ১০হাজার টাকা। আটককৃত ৫৭টি গরু নেত্রকোনা কাস্টমস্ অফিসে জমা দেয়া হয়।