দিগন্ত নিউজ ডেক্স : করোনাভাইরাসের কারণে বিশ্বের বিভিন্ন দেশে চলছে লকডাউন। মানুষকে ঘরে থাকার আহ্বান জানানো হয়েছে। এমন অবস্থায় সিঙ্গাপুরের বাড়িতে পরিবারের সদস্যদের সঙ্গে নিজেকে বন্দি করেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। লকডাউনে কেমন কাটছে- দিনে কী কী করছেন সে বিষয়ে লিখেছেন তিনি।
তিনি বলেন, আমি এখন সিঙ্গাপুরের বাড়িতে গৃহবন্দি। সকালে ঘুম ভাঙল দেরিতে। রাতে ছবি দেখছি, বই পড়ছি, নানা চিন্তা আসছে, শুতে শুতে বেশ দেরি হচ্ছে। সকালে উঠি রোদের আলো পেয়ে। বিছানা থেকেই এত সুন্দর আকাশ দেখা যায়! আগে ব্যস্ততার জন্য এ ভাবে আকাশ দেখেছি কি?