দিগন্ত ডেক্স : গাজীপুরে নারী, শিশু ও কিশোরী হেফাজতিদের নিরাপদ আবাসন কেন্দ্র (সেফহোম) থেকে ১৪ হেফাজতি পালিয়ে যাওয়ার ঘটনায় মন্ত্রণালয় থেকে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. ছায়েদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শনে এসে বৃহস্পতিবার (২৫ মার্চ) বিকেলে সাংবাদিকদের এ কথা জানান।
তদন্ত কমিটির প্রধান হলেন-মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব এবং মহিলা বিষয়ক অধিদফতরের পরিচালক মনোয়ারা ইসরাত। সদস্যরা হলেন- ওই আবাসন কেন্দ্রের তত্ত্বাবধায়ক ফরিদা খানম, উপসচিব জগদিশ দেবনাথ, গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল কালাম ও গাজীপুর জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শাহনাজ আক্তার।
আগামী সাত কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
উল্লেখ্য, বুধবার (২৪ মার্চ) গভীর রাতে ওই কেন্দ্রের ভবনের তিনতলার জানালার গ্রিল ভেঙে ওড়না দিয়ে রশি বানিয়ে ১৪ জন হেফাজতি পালিয়ে যান। পরে পুলিশ অভিযান চালিয়ে রাতেই সাতজনকে আটক করে। এ ঘটনায় ওই কেন্দ্রের স্টোর কিপার আব্দুর রহমান মোল্লা বাদী হয়ে ১৪ জনকে আসামি করে বাসন থানায় মামলা করেছেন।