দিগন্ত ডেক্স : নাইজেরিয়ার কেবি প্রদেশের ডানকো-ওয়াসাগু জেলার গরু চুরি করতে গিয়ে অন্তত ৬৬ জনকে হত্যা করেছে একদল সশস্ত্র গরু চোর। বৃহস্পতিবার দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় কেবি প্রদেশের পাশাপাশি সাতটি গ্রামে হানা দেয় তারা। এ ঘটনার পর গ্রামগুলো থেকে পালিয়েছে বাসিন্দারা। পুরো এলাকায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক। হামলার পর গরু চোর ঠেকাতে ও নিরাপত্তা জোরদারে পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া শুরু হয়েছে তদন্তও। শনিবার রাজ্যের পুলিশের এক বিবৃতিতে এসব তথ্য উঠে এসেছে। খবর এএফপির।
কিববেই পুলিশের মুখপাত্র নাফিউ আবুবকর বলেন, হামলাকারীরা মোটরসাইকেলে এসে ডানকো জেলার পার্শ্ববর্তী সাতটি গ্রামে আক্রমণ চালায়।
আবুবকর বলেন, হামলায় ৬৬ জনের নিহত হওয়ার ব্যাপারে আমরা নিশ্চিত হয়েছি। হামলাকারীরা কোরো, কিমপি, গায়া, ডিমি, জুতু, রাফিন গোরা এবং ইগুয়েঙ্গে গ্রামে এই হামলা চালায়। তিনি বলেন, হামলায় ক্ষতির পরিমাণ নিশ্চিত করতে তদন্ত চলমান রয়েছে, আরো মরদেহের অনুসন্ধান চলছে।
তিনি বলেন, হামলায় ক্ষতির পরিমাণ নিশ্চিত করতে তদন্ত চলমান রয়েছে, আরো লাশের অনুসন্ধান চলছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকাবাসীরা তাদের বাড়িঘর ছেড়ে পালিয়েছে।