দিগন্ত ডেক্স : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। রবিবার (১১ এপ্রিল) বিকাল সাড়ে ৪টায় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানান।
আর আগে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার করোনা আক্রান্ত হওয়ার খবরটি নিয়ে গণমাধ্যমে আসা সংবাদের প্রেক্ষিতে এই সংবাদ সম্মেলন ডাকা। তবে এর আগে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে যে খালেদা জিয়া করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রোববার (১১ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের এক কর্মকর্তা বলেন, খালেদা জিয়া করোনা পজিটিভ হয়েছেন। আমাদের কাছে এ বিষয়ে কাগজপত্র রয়েছে।