খালিয়াজুরী(নেত্রকোনা)সংবাদদাতা : নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা সদরের কিষ্টপুর গ্রামের রাস্তা থেকে শুক্রবার রাতে ৪০ লিটার দেশীয় মদসহ তিন মাদক বিক্রেতাকে আটক করেছে স্থানীয় থানা পুলিশ।
আটকেরা হলেন সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার দাউদপুর গ্রামের উসফার আলীর ছেলে সালমান মিয়া (২৩), মোঃ দুদু মিয়ার ছেলে জাকির হোসেন (২৯) ও মতি মিয়ার ছেলে মো. যাহাদনুর (২০)।
খালিয়াজুরী থানার ওসি এ টি এম মাহমুদুল হক জানান, গোপনে সংবাদ ছিল বিক্রির উদ্দেশ্যে মদ বহন করছে ওই তিন জন। পরে অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক ও ৪০ লিটার মদ জব্দ করে। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে ওই তিন জনকে শনিবার সকালে নেত্রকোনায় আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।