Logo
নোটিশ ::
Wellcome to our website...

খালিয়াজুরীতে বাল্য বিয়ে প্রতিরোধে শপথ পাঠ

রিপোর্টারের নাম / ৩১৩ বার
আপডেট সময় :: বুধবার, ১১ ডিসেম্বর, ২০১৯, ১২:৫৪ অপরাহ্ন

নেত্রকোনা প্রতিনিধি : ‘বাল্য বিয়েকে ‘না’ বলি, যেখানেই বাল্য বিবাহ, সেখানেই প্রতিরোধ’ এই দীপ্ত অঙ্গীকারের মধ্য দিয়ে নেত্রকোনার খালিয়াজুরীতে বর্ণাঢ্য র‌্যালি, মানববন্ধন, গণস্বাক্ষরতা ও শপথবাক্য পাঠ হয়।

বুধবার (১১ ডিসেম্বর) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে মুজিব বর্ষকে সামনে রেখে ‘বাল্য বিবাহ মুক্ত ময়মনসিংহ বিভাগ’ গড়ে তোলার লক্ষ্যে খালিয়াজুরী উপজেলা প্রশাসন এসব কর্মসূচীর আয়োজন করে।

বেলা ১১টায় স্থানীয় উপজেলা পরিষদ চত্তর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে সড়ক ঘুরে এ স্থানে এসেই বিশাল মানববন্ধন কর্মসূচীতে মিলিত হয়। কর্মসূচিতে বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও জনসাধারন অংশ গ্রহন করেন। এসময় বাল্য বিবাহ প্রতিরোধে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এএইচএম আরিফুল ইসলাম। পরে সেখানে গণস্বাক্ষর সংগ্রহের পাশাপাশি ইউএনও’র সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম কিবরিয়া জব্বার। বক্তৃতা করেন ভাইস চেয়ারম্যান সুমন চক্রবর্তী, নারী ভাইস চেয়ারম্যান হেপী রায়, ওসি এটিএম মাহমুদুল হক, ইউপি চেয়ারম্যান সানোয়ারুজ্জামান জুসেফ, শিক্ষক তারা প্রসন্ন দেব রায় ও বাল্য বিয়ে প্রতিরোধ প্রকল্প কর্মকর্তা মহসিন মিয়া প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর

Theme Created By ThemesDealer.Com