খালিয়াজুরী(নেত্রকোনা)প্রতিনিধি : নিম্ন আয়ের ১২৫ পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে নেত্রকোনার খালিয়াজুরী সদরের ডাকবাংলোয়।
এ উপলক্ষে মঙ্গলবার দপুরে জেলা পরিষদের মাধ্যমে এ উপহার বিতরণে অংশনেন, খালিয়াজুরী উপজেলা নির্বাহী অফিসার এ এইচ এম আরিফুল ইসলাম ও নেত্রকোনা জেলা পরিষদ সদস্য গোলাম আবু ইছহাক।
গোলাম আবু ইছহাক জানান, করোনাভাইরাস জনিত পরিস্থিতি মোকাবেলার জন্য এখানকার ১২৫ পরিবারের মাঝে ৩ কেজি চাল, ২ কেজি ডাল, ১ লিটার তেল, ১ কেজি চিনি, ১ প্যাক সেমাই, আধা কেজি সুজি, ১ কেজি লবন, ১০০ গ্রাম গুড়ো দুধ ও একটি সাবান সহ ১টি করে প্যাকেট বিতরণ হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে।