নেত্রকোনা প্রতিনিধি : স্থানীয় দুর্যোগ ব্যাবস্থাপনা শাখার আয়োজনে রোববার নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী (এসওডি)- ২০১৯’র অবহিতকরন প্রশিক্ষণ কর্মশালা হয়েছে।
কর্মশালায় প্রধান আলোচক ছিলেন দুর্যোগ ব্যাস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের (শরনার্থী সেল) উপ-সচিব মো. কোরবান আলী। খালিয়াজুরী উপজেলা নির্বাহী অফিসার এ এইচ এম আরিফুল ইসলামের সভাপতিত্বে এ কর্মশালায় বক্তব্য দেন নারী ভাইস চেয়ারম্যান হেপী রায়, উপজেলা ত্রাণ কর্মকর্তা মো. রাজিব আহমেদ, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সানোয়ারুজ্জামান জুসেফ, আতাউর রহমান, হরিধন সরকার, শামিম মিয়া। কর্মশালায় অংশগ্রহনকারী ছিলেন উপজেলার ৬টি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান-সদস্য-সচিবগন। #