নেত্রকোনা প্রতিনিধি : করোনা পরিস্থিতিতে নেত্রকোনার খালিয়াজুরীতে কর্মহীন ২৪০টি পরিবারের মাঝে বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার দুপুরে (১৯ এপ্রিল) ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার ও স্থানীয় সংসদ সদস্য রেবেকা মমিনের নিজস্ব অর্থায়নে ঐ ত্রাণ বিতরন হয় খালিয়াজুরী সদরের উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে।
ত্রাণ বিতরণের দায়িত্ব পালন করেন খালিয়াজুরী উপজেলা আওয়ামী লীগের সহ-সাধারন সম্পাদক গোলাম আবু ইছহাক, সাংগঠনিক সম্পাদক সুমন চক্রবর্তী ও খালিয়াজুরী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি নিহারেন্দু দেব রায় তপু।
প্রতিটি পরিবারের মাঝে সহস্রাধিক টাকার চাল, ডাল, তেল, লবন, আলুসহ বিভিন্ন খাদ্য সামগ্রী দেয়া হয়েছে বলে জানিয়েছেন ওই ত্রাণ বিতরণে দায়িত্ব পালনকারী নেতৃবৃন্দগন।