দিগন্ত ডেক্স : রাজধানীর কেরানীগঞ্জে ভবন ধসের ঘটনায় এ প্রর্যন্ত ৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৮টার দিকে কেরানীগঞ্জের পূর্বচরাইল খেলার মাঠের পাশের একটি তিনতলা ভবন ধসে পড়ে।
ভবন ধসের পরপরই ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এসে উদ্ধার কাজ পরিচালনা করে। এসময় অক্ষত অবস্থায় প্রথমে ২ জন এবং পরে আরো পাঁচজনকে উদ্ধার করা হয়।