নেত্রকোনা প্রতিনিধি : নিজ বাড়িতে বিদ্যুৎ লাইনের মেরামত কাজ করার সময় নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার রোয়াইল বাড়ি আমতলা ইউনিয়নের হরিপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।
নিহত যুবকের নাম আব্দুর তায়েম ভূইয়া (২৮)। তিনি ওই গ্রামের মৃত গিয়াস উদ্দিন ফকিরের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়িতে বিদ্যুৎ লাইনের মেরামতের কাজ করছিল আব্দুর তায়েম। এ সময় হঠাৎ করে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় সে।
কেন্দুয়া থানার ওসি (তদন্ত) হাবিবুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের লোকজনের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত না করেই মৃতদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।