কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোণার কলমাকান্দা উপজেলা যুবলীগের উদ্যোগে বুধবার কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
কলমাকান্দা উপজেলা যুবলীগের সভাপতি মো. মিজানুর রহমান সেলিমের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক পলাশ কান্তি বিশ্বাসের সঞ্চালনায় বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, নেত্রকোণা জেলা যুবলীগের আহবায়ক মাসুদ খান জনি।
বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন নেত্রকোণা জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জামিউল ইসলাম খান জামি, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক দেওয়ান রনি, জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য রিপন কুমার রায়, কাজী সাখাওয়াত হোসেন, সিদ্ধার্থ শংকর পাল, ত্রিবির বিশ্বাস তনয় ও আব্দুল্লাহ আল আজাদ মুন্না প্রমূখ ।