কলমাকান্দা(নেত্রকোণা)প্রতিনিধি : নেত্রকোণার কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের গৌরীপুর গ্রামের সড়ক দুর্ঘটনায় নিহত জনপ্রিয় যুবক আনোয়ারুল হক জাহাঙ্গীর এর জনাযা নামাজ শেষে দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (২১ ডিসেম্বর) বিকালে কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের গৌরীপুর গ্রামের ফসলি মাঠে জানাযা নামাজ শেষে ওই গ্রামে সার্বজনীন কবরস্থানে দাফন করা হয়।
উপজেলার খারনৈ ইউনিয়নের গৌরীপুর গ্রামের মরহুম জামিরুল মাস্টার এর একমাত্র পুত্র ও খারনৈ ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হক জাহাঙ্গীর। উক্ত মরহুমের জানাযা নামাজে দল মত নির্বিশেষে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান অংশ নেন।
উল্লেখ্য যে, গত রবিবার (২০ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কের গৌরীপুর উপজেলার বেলতলী এলাকায় এই ঘটনাটি ঘটেছে। ময়মনসিংহের বেলতলী এলাকায় ট্রাক সিএনজি মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। এসময় আহত হয়েছে ২জন। দুর্ঘটনার খবর শুনার পর থেকে নিহতের বাড়িতে ভিড় করে স্থানীয়রা। বিভিন্ন স্থান থেকে আত্মীয় স্বজনরাও আসছেন। তাদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে। এলাকাজুড়ে শোকের ছায়া বিরাজ করছে।