কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোণার কলমাকান্দায় ভারতীয় কসমেটিকস জব্দ করেছে নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)।আজ বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে উপজেলার পাতলাবন এলাকা থেকে এই মালামাল জব্দ করা হয়। আটককৃত মালামালের আনুমানিক মূল্য ৪ লক্ষ ৫৫ হাজার ৮৯৭ টাকা।
নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে: কর্নেল এ এস এম জাকারিয়া এ বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
তিনি জানান, কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের বরুয়াকোনা বিওপির নায়েব সুবেদার মোঃ রেফায়েত উল্লাহ’র নেতৃত্বে ৮ সদস্যের একটি টিম আজ বৃহস্পতিবার বিকালে সীমান্তে টহল দিচ্ছিল।
আনুমানিক বিকাল ৩ টার দিকে সীমান্ত পিলার ১১৮২/২-এস হতে আনুমানিক ৪ শত গজ বাংলাদেশের অভ্যন্তরে পাতলাবন এলাকা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় বিজিবি। পরে চোরকারবারী টের পেয়ে মালামাল রেখে পালিয়ে যায়।
এসময় ভারতীয় কুমারিকা তৈল ১০৭ পিস, ভারতীয় মেসওয়াক টুথপেষ্ট ১১৬ পিস, ভারতীয় ডার্ক ফ্যান্টাসি বিস্কুট ৬৯৩ পিস, ভারতীয় ওরিয় বিস্কুট ২৪৫০ পিস, ভারতীয় স্কীন সাইন ক্রীম ৬০০ পিস, ভারতীয় পার্ক চকলেট-২২৫৬ পিস জব্দ করে বিজিবি।