কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোণার কলমাকান্দায় উপজেলা সমাজসেবা কার্যালয় এর উদ্যোগে অতিরিক্ত ভাতাভোগীদের মাঝে বই ও কর্মহীন, তৃতীয় লিঙ্গ ও প্রতিবন্ধীদের মধ্যে নগদ আর্থিক সহায়তা ও ক্যাপিটেশন প্রাপ্ত বেসরকারি এতিমখানার মধ্যে চেক বিতরণ করা হয়েছে।
উক্ত বিতরণ আনুষ্ঠানিক উদ্বোধন করেন নেত্রকোণা -১ আসনের সংসদ সদস্য মানু মজুমদার। আজ মঙ্গলবার (১৪এপ্রিল) দুপুরে উপজেলা অতিরিক্ত ভাতাভোগীদের মাঝে বই ও কর্মহীন, তৃতীয় লিঙ্গ ও প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে নগদ আর্থিক সহায়তা ও ক্যাপিটেশন প্রাপ্ত বেসরকারি ৬টি এতিমখানার মধ্যে চেক বিতরণ করা হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আব্দুল খালেক, নেত্রকোনা জেলা সমাজসেবার উপ-পরিচালক মো.আলাল উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহেল রানা ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মিজানুর রহমান মিজান প্রমুখ।