কলমাকান্দা(নেত্রকোনা)প্রতিনিধি : করোনা পরিস্থিতি মোকাবেলায় নেত্রকোনার কলমাকান্দায় মাধ্যমিক শিক্ষক সমিতি ও বাংলাদেশ গার্লস গাইড এসোসিয়েশনের উদ্যোগে উপজেলাব্যাপী ৩৪০টি অসহায় কর্মহীন মানুষদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) বেলা সাড়ে ১১ টায় উপজেলা সদরের কলমাকান্দা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে সামাজিক দুরত্ব বজায় রেখে প্রত্যেকের মধ্যে ৫ কেজি চাউল, হাফ কেজি ডাল, হাফ লিটার তেল ও ১টি সাবান করে বিতরণের কার্যক্রম উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মানু মজুমদার।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল খালেক তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহেল রানা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা চন্দন বিশ্বাস,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এফএম ওয়াজেদ আলী তালুকদার, উপজেলা যুবলীগের সভাপতি মো. মিজানুর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক পলাশ কান্তি বিশ্বাস, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. ফখরুল আলম খসরু, প্রধান শিক্ষক কামরুন নাহার লাকী ও মো. মোশাররফ হোসেনসহ বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ ছিলেন ।