কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোনার কলমাকান্দায় রিক্সা ও রিক্সা মিশুক চালক শ্রমিকদের এক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ অক্টোবর) বিকালে উপজেলার অডিটোরিয়াম মাল্টিপারপাস হল রুমে এ সম্মেলনের উদ্বোধন করা হয়।
কলমাকান্দা উপজেলার রিক্সা ও রিক্সা মিশুক চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম মামুনের সভাপতিত্বে মুজাহিদ বিল্লার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা নিবার্হী কর্মকর্তা ( ইউএনও) মো. সোহেল রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খান,কলমাকান্দা মটরযান কর্মচারী শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি সবি রঞ্জন সাহা, শ্রমিক সংগঠনের পক্ষে বক্তব্য দেন ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ আবদুল লতিব ও মিশুক চালক আরাধন চন্দ্র পাল।
রিক্সা ও মিশুক চালকরা বলেন যান চলাচলে দুর্ব্যবহার ও যাত্রী নামিয়ে দেওয়া বিভিন্ন প্রতিবন্ধকতা নিরসনের দাবি নিয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে অন্তত পাঁচ শতাধিক রিক্সা ও মিশুক চালক অংশ নেয়।