কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোণার কলমাকান্দায় উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
এদিবসটি উপলক্ষে আজ রবিবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স এর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন নেত্রকোনা -১ আসনের সংসদ সদস্য মানু মজুমদার, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল খালেক , উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহেল রানা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা চন্দন বিশ্বাস ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আজাদ , উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মিজানুর রহমান (মিজান) ও মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা বেগম শিমু , জেলা পরিষদের সদস্য ইদ্রীস আলী তালুকদার, কলমাকান্দা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল আহাদ খান, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মো. মিজানুর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক পলাশ কান্তি বিশ্বাস প্রমূখ।
এছাড়াও উপজেলার বঙ্গবন্ধু পাঠাগার, বীর মুক্তিযোদ্ধা, ৭৫ প্রতিরোধ যোদ্ধা পরিষদ, কলমাকান্দা প্রেসক্লাব, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক ও সেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।
এর আগে সুর্যোদয়ের সাথে সাথে অর্ধনমিত জাতীয় পাতাকা ও কালো পতাকা উত্তোলন করা হয়। তাছাড়া উপজেলাসহ ইউনিয়নগুলোতে দিনব্যাপী আলোচনা সভা, দোয়া মাহফিল, খাবার বিতরণসহ নানা কর্মসূচী আয়োজন করা হয়।