কলমাকান্দা(নেত্রকোণা)প্রতিনিধি: নেত্রকোণার কলমাকান্দার খাসপাড়ায় বাড়ীর সামনে ডোবার পানিতে জাল দিয়ে মাছ ধরতে গিয়ে নুরুজ্জামান নামে এক কিশোরের মৃত্যুর খবর পাওয়া গেছে । মৃত কিশোর নুরুজ্জামান (১৭) উপজেলার কলমাকান্দা সদর ইউনিয়নের খাসপাড়া গ্রামের সাহেব আলীর ছেলে। শনিবার (২৭ জুন) সকাল সাড়ে ৯ টায় উপজেলার সদর ইউনিয়নের খাসপাড়া গ্রামে বাড়ীর সামনে ডোবার পানিতে এ ঘটনাটি ঘটে।
স্থানীয় সুত্রে জানা গেছে , শনিবার (২৭ জুন) সকাল সাড়ে ৯ টায় পরিবারের খাবারের জন্য বাড়ির সামনে থাকা ডোবায় জাল নিয়ে মাছ ধরতে যায় নুুরুজ্জামান। এদিকে ভারী বর্ষনে ডোবার পানি বৃদ্ধি পাওয়ায় এবং নিহত নুরুজ্জামান সাঁতার না জানায় পানিতে তলিয়ে যান। ডোবার পানিতে ডুবে তাকে ভাঁসতে দেখে প্রত্যক্ষদর্শীরা তাঁকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. তানজিয়া তামান্না মৃত ঘোষণা করেন।
কলমাকান্দা থানার ওসি মো. মাজহারুল করিম কিশোর নুরুজ্জামানের মৃত্যু খবরটি সত্যতা নিশ্চিত করেছেন ।