কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি : আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের সমাপনী দিনে নেত্রকোণার কলমাকান্দায় ধর্ষণসহ নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে প্রতিবাদী অবস্থান কর্মসূচী পালিত হয়েছে।
বাংলাদেশ মহিলা পরিষদ কলমাকান্দা শাখার লিগ্যাল এইড উপ-পরিষদের উদ্যোগে আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদের বঙ্গবন্ধু চত্বরের এ অবস্থান কর্মসূচি পালন করা হয়। উপজেলা মহিলা পরিষদের সভাপতি রওশন আরা পারভীন নওরোজ এর সভাপতিত্বে ঘন্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালনকালে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক চন্দনা রানি তালুকদার।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা পরিষদের সাবেক সভানেত্রী সন্ধ্যা রানী সাহা ,নারীনেত্রী চায়না রায়, মোছা. মালেকা খাতুন, মোছা. রেখা আক্তার, রাখি খানম, কল্পনা সরকার, রেবা ভৌমিক, আছিয়া আক্তার ও সাংবাদিক রিনা হায়াৎ প্রমুখ।