কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি : স্বাস্থ্য বিধি মেনে সীমিত পরিসরে যথাযোগ্য মর্যাদায় নেত্রকোণার কলমাকান্দায় বিএনপি ও অঙ্গ সংগঠনের মহান বিজয় দিবসে শ্রদ্ধা নিবেদন ।
আজ বুধবার সকালে উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করে শুভ সূচনা করা হয়। পরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পকস্তবক অর্পণ ও বিশেষ মোনাজাত করা হয়।
ওই দিন সকালে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন, উপজেলা বিএনপি’র সভাপতি এম এ খায়ের, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম টুটুন ও মো.শফিকুল ইসলাম, কলমাকান্দা ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুল আলী, লেংঙ্গুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নেত্রকোণা জেলা যুবদলের সহ-সভাপতি মো. সাইদুর রহমান ভূইয়া ও খারনৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মো.ওবায়দুল হক, উপজেলা যুবদলের সভাপতি নাজিম উদ্দীন ও সাধারণ সম্পাদক মো. রফিকুজ্জামান রফিক, সাবেক ছাত্রদল নেতা জহিরুল ইসলাম জহির, মো. সোলায়মান, উপজেলা ছাত্রদলের আহবায়ক গোলাম রসুল ও সদস্য সচিব শেখ রবিন সহ অঙ্গ সংগঠনের নেতা -কর্মীবৃন্দ।