কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোণার কলমাকান্দায় মহান বিজয় দিবস উপলক্ষে এতিমদের মাঝে ভুনা খিচুড়ি খাবার বিতরণ করেন – এতিমখানার কমিটি।
বুধবার (১৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার কলমাকান্দা সদর ইউনিয়নের নাগনি চারিকুমপাড়া হাফিজিয়া এতিমখানার পরিচালনা কমিটির নিজস্ব উদ্যোগে এতিমদের মাঝে ভুনা খিচুড়ি খাবার বিতরণ করা হয়।
ওই উন্নতমানের খাবার বিতরণ অনুষ্ঠান আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. রেজাউল করিম । পরে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফেজ আনোয়ার শাহ্ ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ওই এতিমখানার পরিচালনা কমিটি’র মাওলানা মো. কামাল উদ্দিন ও সেক্রেটারী মো. আব্দুল করিম, তত্ত্বাবধায়ক হাফেজ মো. আমিনুল ইসলাম, আলহাজ্ব আব্দুর রহমান, হাফেজ মোহাম্মদ জাকির হোসেন ও হাফেজ আবুল হাশেম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।