কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে চার হাজার ৩৫০ কেজি (৮৭ বস্তা) এ্যাংকর ডাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি)। পৃথক দুই অভিযানে জব্দকৃত এসব ডালের সিজার মূল্য দুই লক্ষ ১৭ হাজার পাঁচশ’ টাকা। উপজেলার খারনৈ ইউনিয়নে কচুগড়া ও বলমাঠ এলাকা থেকে ডাল জব্দ কালে কোন চোরাকারবারীকে আটক করতে পারেনি বিজিবির সদস্যরা। শনিবার (৯ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তি এতথ্য জানান নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল এ এস এম জাকারিয়া।
বিজ্ঞপ্তিতে জানা যায়, বিজিবির কচুগড়া বিওপি (বর্ডার অবজারবেশন পোষ্ট) নায়েব সুবেদার নুর মোহাম্মদ বাদশার নেতৃত্বে ১০ সদস্যের টহল দায়িত্ব করছিল। শনিবার ভোরে সীমান্ত পিলার ১১৭৯ হতে আনুমানিক একশ’ গজ বাংলাদেশের অভ্যন্তরে কচুগড়া এলাকায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফাঁদ পেতে থাকে টহল দলটি। এসময় বাংলাদেশ হতে ভারতের দিকে চোরাকারবারীরা ঠেলাগাড়ী করে পাচার করার সময় বিজিবির ধাওয়া খেয়ে মালামাল রেখে দৌঁড়ে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে তিন হাজার কেজি (৬০ বস্তা) এ্যাংকর ডাল জব্দ করে টহল দলটি।
এর আগে রাতে একই বিওপির হাবিলদার মোহাম্মদ শফিকুল ইসলামে নেতৃত্বে ছয় সদস্যের আরেকটি টহল দল বলমাঠ এলাকায় অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার ১১৭৮ হতে আনুমানিক একশ’ গজ বাংলাদেশের অভ্যন্তরে এক হাজার ৩৫০ কেজি (২৭ বস্তা) বাংলাদেশী এ্যাংকর ডাল জব্দ করে। পৃথক দুই অভিযানে জব্দকৃত এ্যাংকর ডাল নেত্রকোনা কাষ্টমস অফিসে জমা দেওয়া হবে প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা গেছে।