কলমাকান্দা (নেত্রকোণা)প্রতিনিধি : নেত্রকোণার কলমাকান্দায় সীমান্ত থেকে ভারতীয় ৪০ বোতল মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক ও একটি মটরসাইকেল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আটক মাদক ব্যবসায়ী মাজহারুল ইসলাম (২১) উপজেলার সীমান্তবর্তী লেংগুরা ইউনিয়নের ফুলবাড়ি গ্রামের নজরুল ইসলামের পুত্র।
স্থানীয় ও বিজিবি সুত্রে জানা গেছে, কলমাকান্দা উপজেলার সীমান্তবর্তী লেংগুরা ইউনিয়নের মঙ্গলবার (২৯ জুন) রাত সাড়ে ১১ টায় দক্ষিণ ফুলবাড়ি নামকস্থান থেকে আটক ও মাদক পাচার কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে ।
এই তথ্য মুঠোফোনে সত্যতা নিশ্চিত করেন বিজিবি লেঙ্গুরার বিওপি ইনচার্জ সুবেদার মো. রুহুল আমিন।
লেংগুরা বিওপি’র (বর্ডার অবজারবেশন পোষ্ট) সুবেদার মো. রুহুল আমিনের নেতৃত্বে বিজিবি লেংগুরার বিওপি একটি দল দায়িত্ব পালন করছিলেন। দায়িত্ব পালনকালে গোপন তথ্যের ভিত্তিতে সীমান্তবর্তী দক্ষিণ ফুলবাড়ি নামকস্থান থেকে ভারতীয় ৪০ বোতল মদসহ ওই মাদক ব্যবসায়ীকে আটক ও মাদকপাচার কাজে ব্যবহৃত একটি মটরসাইকেল জব্দ করে টহল দলটি।