কলমাকান্দা প্রতিনিধি : হতাশা ও উদ্বেগজনক হলেও সত্য নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় অস্বাভাবিকভাবে কমে গেছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীর সংখ্যা। ডিজিটালাইজেশনের যুগে শিক্ষার্থীরা বিজ্ঞান বিভাগ থেকে মুখ ফিরিয়ে না নেয়ায় নতুন উদ্দ্যেগ গ্রহন করছেন কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন।
তিনি বলেন, ‘সরকার যখন দেশকে ডিজিটালের পূর্ণাঙ্গ রূপ দিতে চেয়ে নিরলস পরিশ্রম করছেন সেখানে বিজ্ঞানে শিক্ষার্থী বা তাদের অভিভাবকদের বিজ্ঞান বিভাগ নিয়ে শিক্ষার্থীদের পড়াশুনা থেকে দুরে রাখা মানায় না।
এ বিষয় নিয়ে ‘কলমাকান্দা উপজেলার প্রত্যেকটি বিদ্যালয়ের শিক্ষকদের সাথে বিস্তর আলোচনা করা হয়। এতে দিকনির্দেশনা দেয়া হয়েছে প্রতিটি ক্লাস রুমে শিক্ষার্থীদের হাতেকলমে বিজ্ঞানের ক্লাস করাতে। বিজ্ঞান নিয়ে যে ভীতি সৃষ্টি হয়েছে তা দূর করে তাদেরকে আগ্রহী করে তোলতে হবে।’
‘পাশাপাশি বিদ্যালয়ে আসা এবং বাড়িতে থাকা শিক্ষার্থীর অভিভাবকদের ডেকে এনে তাদেরকেও সচেতন করে সাহস দিতে হবে। বোঝাতে হবে আগ্রহ নিয়ে পড়াশোনা করলে অন্যান্য বিষয়ের মতোই সহজ বিষয় বিজ্ঞান সুতরাং পাশ করাও কঠিন কিছু নয়।’
‘পাশ করানোসহ সহজভাবে বোঝানোর জন্য ক্লাসেও প্রয়োজনের চেয়ে গুরুত্ব বা সময় দেয়া হবে। ক্লাসে অধিক গুরুত্ব দিয়ে পড়ানোর ফলে প্রাইভেটের বাড়তি খরচ বহন করতে হবে না অভিভাবকদের।’
সরকারের পদক্ষেপ তথা ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বার্থে যে করেই হোক শিক্ষার্থী ও অভিভাবকদের মন থেকে বিজ্ঞানের ভীতি দূর করে আগ্রহ সৃষ্টি করে হ্রাস পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বাড়াতে শিক্ষকদেরই মূল ভূমিকা নিতে হবে। সেজন্য প্রয়োজনে শিক্ষদের সকল ধরণের সহযোগিতা করবে প্রশাসন। ২০৪১ সালের মধ্যে উল্লেখ সংখ্যক শিক্ষার্থী বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে দেশের উন্নয়নে ভূমিকা নেয়ার জন্য সকলকে আহবান জানান।