দিগন্ত ডেক্স নিউজ : নেত্রকোনার দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলায় পর পর দুইবার আকস্মিক বন্যায় প্লাবিত হয়েছে প্রায় সবকটি ইউনিয়ন। মহামারী করোনার প্রাদুর্ভাব ও বন্যার ছোবলে ঈদুল আযহার আনন্দ বিলীন হতে থাকা পরিবারে স্বাস্থ্যবিধি মেনে খাদ্য সামগ্রী বিতরণ করলেন কেন্দ্রীয় আওয়ামীলীগ উপ-কমিটির স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক রোটারিয়ান আতাউর রহমান খান আখির। বৃহ:স্পতিবার দিনব্যপি এ সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণ নিয়ে শিল্পপতি আঁখির বলেন, করোনা ও পর পর বন্যার কবলে পড়ে দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলার অনেক পরিবার ঘর ছাড়া হয়ে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে ঠাই নিয়েছে। বন্যার পানি কমলেও নি¤œ অঞ্চলের গ্রাম গুলোতে এখনো পানি থাকায় অতি ক্েষ্ট দিনাতিপাত করছেন ওই বানভাসী মানুষ গুলো। ঈদের আনন্দ ভাগ করে নিতে গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমার নিজ অর্থায়নে দুই উপজেলার প্রায় ৯টি ইউনিয়নে বানভাসী মানুষদের সহায়তা করছি। প্রতিটি প্যাকেটে চাল, ডাল, তেল, সেমাই, চিনি, সাবান, মসলা, পেয়াজ, লবন ও শুকনা খাবার দিয়ে প্যাকেট গুলো সাজানো হয়েছে। এসময় অন্যদের মধ্যে আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।