কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোণার কলমাকান্দায় বজ্রপাতে কিশোর রবিউল (১৮) নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনাটি ঘটে বৃহস্পতিবার(১৪ মে) উপজেলার কৈলাটি ইউনিয়নের ডুবনি বিলে। নিহত কিশোর রবিউল ওই ইউনিয়নের পাই পুকুরিয়া গ্রামের আদম আলী’র পুত্র। পেশায় কৃষি শ্রমিক।
স্থানীয় ইউপির সদস্য মো. আব্দুল ওয়াহাব তালুকদার জানায়, আজ বৃহস্পতিবার তিনি তার ভগ্নিপতিকে নিয়ে ডুবনি বিলে ধান কাটতে যায়। বেলা প্রায় তিনটার দিকে ধান কাটার সময় ঝড়-বৃষ্টি শুরু হয়। পরে ধান কেটে মাথায় করে বোঝা নিয়ে বাড়ীতে যাওয়ার সময় বজ্রপাত পড়ে। সে রাস্তায় ঢোলে পড়ে। আশপাশের লোকজন দ্রুত উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। পরে স্থানীয় পল্লী চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।