কলমাকান্দা (নেত্রকোণা)প্রতিনিধি : নেত্রকোণার কলমাকান্দায় প্রবাসী স্ত্রী আইরিন আক্তার পাখি (২৮) নামে একজন গৃহিণী’র করোনা শনাক্ত হওয়ার খবর পাওয়া গেছে। তিনি উপজেলার খারনৈ ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে পিত্রালয়ে থাকেন। ওই গ্রামের বীর মুক্তিযোদ্ধা হাজী এনায়েত হোসেনের কন্যা।
প্রবাসী স্ত্রী আইরিন আক্তার পাখি এর মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন প্রায় পাঁচ মাস ধরে তিনি জ্বর,কাশি ও গলা ব্যাথায় ভুগছেন।পরে করোনা সন্দেহ হলে গত বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিজে গিয়ে নমুনা দিয়ে আসেন। পরে সোমবার রাতে তার কোভিড-১৯ পজিটিভ এসেছে। তিনি আরো জানান তার একমাত্র সন্তান ছেলের আজ দু,দিন ধরে ভীষণ জ্বর।
কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মুহাম্মদ আল মামুন সত্যতা নিশ্চিত করে প্রতিবেদককে বলেন, আমরা গত বৃহস্পতিবার ৪ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজে প্যাথলজি বিভাগে পাঠায়। পরে (২৭ জুলাই) সোমবার রাতে পরীক্ষায় আইরিন আক্তার পাখির শরীরে করোনা ভাইরাস ধরা পড়েছে। আর বাকি তিন জনের রির্পোট নেগেটিভ এসেছে।