কলমাকান্দা(নেত্রকোণা)প্রতিনিধি : নেত্রকোণার কলমাকান্দায় গনেশ্বরী নদীতে আব্দুর রহমান (৫৫) নামে এক পান দোকানদারের ভাসমান অবস্থায় মরদেহ উদ্ধারের খবর পাওয়া গেছে ।
রোবাবার (১৬ আগষ্ট) বেলা সাড়ে ১১ টায় উপজেলার নাজিরপুর ইউনিয়নের নলছাপ্রা বাজার সংলগ্ন পাহাড়ি গনেশ্বরী নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আব্দুর রহমান (৫৫) ওই ইউনিয়নের নলছাপ্রা গ্রামের মৃত আব্দুল মোমেনের পুত্র । সে স্থানীয় পান দোকানদার।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে নিহত আব্দুর রহমান নলছাপ্রা বাজারের পান দোকানদার। তার মদ্যপানের অভ্যাস ছিল। গত শনিবার রাতে দোকানঘর বন্ধ করে পার্শ্ববর্তী গারোপাড়া থেকে মদ পান করে বাড়িতে আসার পথে নলছাপ্রা বাজার সংলগ্ন পাহাড়ি গনেশ্বরী নদীর বাঁশের সাঁকো পাড়ি দিতে গিয়ে নদীতে পড়ে যায়। সেখানেই তার মৃত্যু ঘটে বলে প্রাথমিক ধারণা করছেন এলাকাবাসী। রোববার (১৬ আগস্ট) সকালে স্থানীয় মসজিদের ইমাম বাজারে আসার পথে ওই স্থানের মরদেহটি ভাসমান দেখতে পান। পরে এলাকাবাসীদের খবর দেন।এলাকাবাসীর ধারণা, নদীতে ডুবেই ওই দোকানীর মৃত্যু হয়েছে।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল করিম এবিষয়টি নিশ্চিত করে বলেন , আজ রোববার সকাল ১০ টায় উপজেলার নলছাপ্রা বাজার সংলগ্ন পাহাড়ি গনেশ্বরী নদীতে মরদেহটি ভাসমান দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের পরিবার পক্ষ থেকে কোন ধরনের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে বলে জানান।