কলমাকান্দা(নেত্রকোণা)প্রতিনিধি : নেত্রকোণার কলমাকান্দায় ডোবার পানিতে ডুবে দুই বছরের শিশু আল ইসলাম নামে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
বুধবার (১২ আগষ্ট) সন্ধ্যায় উপজেলার রংছাতি ইউনিয়নের কালাইকান্দি গ্রামে নিজ বাড়ি সামনে ডোবার পানিতে ডুবে এ মৃত্যুর ঘটনাটি ঘটেছে। শিশু শিশু আল ইসলাম ওই গ্রামের মো. মাসুদ মিয়ার পুত্র ।
স্থানীয় সূত্রে জানা গেছে, সে বাড়ির পাশে বসে খেলছিল। সেখান থেকে হঠাৎ ডোবার পানিতে পড়ে যায়। শিশু পানিতে পরেত দেখে পরিবাবরে লোকজন তাকে উদ্ধার করে সন্ধ্যা ৭ টায় কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জরুরি বিভাগ কর্তব্যরত চিকিৎসক ডা. ইকরামুল হক বলেন, শিশুটি স্বাস্থ্যকেন্দ্রে আনার আগেই মারা গেছে।