কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোনার কলমাকান্দায় পাটকল বন্ধের প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। রোববার (১৯ জুলাই) বিকালে প্রেসক্লাব মোড়ে ঘণ্টাব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে পাটকল বন্ধের প্রতিবাদসহ স্বাস্থ্যখাতে দুর্নীতি, বিনামূল্যে করোনা পরীক্ষা ও চিকিৎসা সেবা নিশ্চিত করণ, জ্বালানীর দাম বৃদ্ধির জন্য সংসদে উত্থাপিত বিল প্রত্যাহারের দাবি জানিয়ে বক্তব্য রাখেন, উপজেলা সিপিবি’র সভাপতি কমরেড সিদ্দিকুর রহমান, সাধারন সম্পাদক মৃত্যুঞ্জয় তালুকদার, সিপিবি নেতা হাবিবুল্লাহ পাঠান, রঞ্জন সাহা, মো. শরিয়ত উল্লাহ ও অণিমেষ সরকার প্রমূখ।