কলমাকান্দা (নেত্রকোণা)প্রতিনিধি : নেত্রকোণার কলমাকান্দার বগলা নদীর কুট্টাকান্দা নামকস্থানে নিখোঁজের পর শিশু মাছুমা আক্তারের মরদেহটি উদ্ধার করেছে স্থানীয় জেলেরা। পরে আজ সোমবার সকালেই জানাযা নামাজের শেষে পারিবারিক গোরস্থানে দাফন করেছে পরিবারের লোকজন। এ তথ্য নিশ্চিত করেছেন কলমাকান্দা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা আব্দুল কাদির।
নিহত মাছুমা আক্তার (৭) উপজেলার নাজিরপুর ইউনিয়নের কুট্টাকান্দা গ্রামের মিজান উল্লাহ এর শিশু কন্যা।
স্থানীয় ও পারিবারিক সুত্রে জানা গেছে, গত ২৬ সেপ্টেম্বর শনিবার আনুমানিক দুপুর দেড়টা দিকে মাছুমার বাড়ীর পাশেই বগলা নদীর পাড়ে তারই সমবয়সী মামাতো ও চাচাতো বোনদের নিয়ে খেলা করছিল। খেলারত অবস্থায় নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হয়। খবর পেয়ে ঘটনার দিন স্থানীয় লোকজন এবং ফায়ার সার্ভিস ও ময়মনসিংহের ডুবুরির দল মিলে উদ্ধারের চেস্টা চালায়। তবে উদ্ধার করতে পারেনি।
নিখোঁজের ৪২ ঘন্টার আজ (২৮ সেপ্টেম্বর) সোমবার সকালে নাজিরপুর ইউনিয়নের হুলিয়াখালি নামক পাঞ্চায়েত ডোবা থেকে স্থানীয় জেলেরা সাত বছরের শিশু মাহফুজা আক্তারের মরদেহ উদ্ধার করেছে। এ তথ্য নিশ্চিত করেছেন কলমাকান্দা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা আব্দুল কাদির।
এ বিষয়ে কলমাকান্দা থানার ওসি (তদন্ত) মো. সিরাজুল ইসলাম খাঁন বলেন, আজ সোমবার সকালে নিখোঁজ মাছুমার মরদেহ উদ্ধারের পর জানাযা নামাজের শেষে পারিবারিক গোরস্থানে দাফন করেছে পরিবারের লোকজন।