কলমাকান্দা(নেত্রকোণা)প্রতিনিধি : সাঁতরে খাল পার হতে গিয়ে নিখোঁজের ৩৪ ঘন্টা পর দিনমজুরের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার চান্দুয়াইল গ্রাম সংলগ্ন জিয়া খালের উব্দাখালী নদীর অংশে থেকে নিখোঁজ বকুল মিয়া (৩৫) লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ স্থানীয়দের সহায়তায় বকুলের লাশ উদ্ধার করে। বকুল মিয়া উপজেলার সদর ইউনিয়নের নয়ানগর গ্রামের মৃত খোকনের ছেলে।
কলমাকান্দা থানার ওসি মো. মাজহারুল করিম বলেন, নিখোঁজের পর থেকে বকুল মিয়াকে উদ্ধারের চেষ্টা করা হয়। রবিবার(২৩ আগস্ট) সকালে স্থানীয়রা লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ পরিবারের স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।
গত শুক্রবার রাত ১১টার দিকে দিনমজুর বকুল মিয়া কলমাকান্দা বাজার থেকে তার বাড়ী নয়ানগর গ্রামে যাওয়ার পথে চান্দুয়াইল গ্রাম সংলগ্ন জিয়া খালে সাঁতার কেটে পার হচ্ছিল। সাঁতরে পারি দিতে গিয়ে খালের পানিতে তিনি তলিয়ে যান। এ সময় সাথে থাকা অন্যান্যরা তার সন্ধান না পেয়ে আশপাশের লোকজনের সহায়তা অনেক চেষ্টা করেও তার কোনো সন্ধান করতে পারেনি।
খবর পেয়ে ওই রাতেই ঘটনাস্থলে কলমাকান্দা ফায়ার সার্ভিসের লোকজন ও থানা পুলিশ ঘটনা স্থলে আসে। শনিবার সকাল থেকে উদ্ধার অভিযান পরিচালনা করে বকুলের সন্ধান না পেয়ে পরে দুপুর ১টার দিকে উদ্ধার অভিযান সমাপ্তি করে ময়মনসিংহ থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল।