কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোণার কলমাকান্দায় নারী উন্নয়ন ফোরামের উপজেলা শাখার উদ্যোগে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার পরিপত্র অনুযায়ী বাৎসরিক বাজেটের ৩% বরাদ্দ ও উপজেলা ও ইউনিয়ন পরিষদের কতৃক গৃহীত প্রকল্পসমুহের ২৫% নারী সদস্যদের নেতৃত্বে বাস্তবায়নের দাবি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহেল রানা এর কাছে এ স্মারকলিপি প্রদান করা হয়।
এ সময় উপস্থিতি ছিলেন নারী উন্নয়ন ফোরামের সভাপতি ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা বেগম ও সম্পাদক আছিয়া আক্তার, নারী ফোরামের সদস্য ও ইউপির সংরক্ষিত আসনের সদস্য রেখা আক্তার ও নারী নেত্রী সাংবাদিক রীনা হায়াৎ প্রমূখ।