কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোণার কলমাকান্দায় নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে ঈদ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে উপজেলা পরিষদ কার্যালয়ে নারী উন্নয়ন ফোরামের সভাপতি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা বেগম শিমু এর নেতৃত্বে আসন্ন ঈদ উপলক্ষ্যে হতদরিদ্রদের মাঝে ৫০০ টাকা পরিমান ৫০টি প্যাকেট বিতরণ করা হয় ।
বিতরণকালে উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক , উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সোহেল রানা , উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মিজানুর রহমান মিজান, রংছাতি ইউপি চেয়ারম্যান তাহেরা খাতুন ও উপজেলা নারী উন্নয়ন ফোরামের কার্যকরী কমিটির সদস্যবৃন্দ।